\ নিজস্ব প্রতিবেদক \
শ্রমিকদের স্বার্থ রক্ষায় আওয়ামীলীগ সরকার সব সময় কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। তিনি বলেন, শ্রমিকরা পায়ের ঘাম মাথায় ফেলে দেশের অর্থনীতির চাকাকে সচল করে রেখেছে। অতীতে কোন সরকার শ্রমিকদের কোন মূল্যায়ন করেনি। বর্তমান শেখ হাসিনা সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ কছে বলে তিনি মন্তব্য করেনে।
১২ অক্টোবর বৃহস্পতিবার রাঙ্গামাটিতে জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
রাঙ্গামাটি জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের নেতা মমতাজ উদ্দিন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সমপাদক শাওয়াল উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গামাটি প্রেসক্লাব এলাকা থেকে বর্নাঢ্য শোভাাযাত্রা বের করা হয়। র্যালীটি রাঙ্গামাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি রিজার্ভ বাজার চৌমুহনী চত্বরে গিয়ে শেষ হয়।