রাঙ্গামাটি জেলা দৃষ্টি নন্দন মন্দির স্থাপন করে সনাতন সম্প্রদায়ের ঐতিহ্যকে তুলে ধরা হবে —–দীপংকর তালুকদার এমপি
\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি জেলা দৃষ্টি নন্দন মন্দির স্থাপন করে সনাতন সম্প্রদায়ের ঐতিহ্যকে তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এই মন্দিরে দেশী বিদেশী পর্যটকরা যাতে ভ্রমন করতে পারে তার জন্য ব্যবস্থা রাখা হবে বলেও জানান দীপংকর তালুকদার। তিনি বলেন, যেকোন ধর্মের মূল উদ্দেশ্য হলো মানুষকে সঠিক পথে পরিচালিত করা তাই মানুষে মানুষে কোন ভেদাভেদ হতে পারে না। মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে।
শনিবার (৭ অক্টোবর) রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপুল ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট জহরলাল দাশ, সদস্য বিপুল কুমার দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহŸায়ক ত্রিদিব কান্তি দাশ, যুগ্ম আহবায়ক পঞ্চানন ভট্টাচার্য, সদস্য অ্যাডভোকেট বিউটি দত্ত, সদর উপজেলার সদস্য সচিব সুব্রত দে, সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অজিত শীল। এছাড়াও রাজস্থলী, কাউখালী ও বাঘাইছড়ি উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সদস্য লিটন দেবের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদস্য সচিব বিপুল ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি আরও বলেন, দেশে যখন কোন উৎসব আসে তখন দেশ বিরোধী সা¤প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠে। কিছু দুষ্কৃতকারী পূজামন্ডপে হামলার চেষ্টা চালায়। কিন্তু এদেশে সা¤প্রদায়িক অপশক্তির কোন স্থান নেই। যারা সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করতে চাইবে তাদেরকে সমুলে বিনাশ করা হবে। সা¤প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্ম যার যার উৎসব সবার। কোন ভয় নেই, নির্ভয়ে, নির্বিঘেœ দুর্গোৎসব পালন করুন। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করার আহŸান জানান তিনি।