রাঙ্গামাটির জেলা পুলিশের সাথে মতবিনিময় ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটির জেলা পুলিশের সাথে মতবিনিময় ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

শনিবার ০৭ অক্টোবর ২০২৩ চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয় রাঙ্গামাটি এসে পৌছালে তাকে ফুলেল অভ্যর্থনা ও স্বাগত জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়। এসময় সম্মানিত ডিআইজি মহোদয়কে রাঙ্গামাটি জেলা পুলিশের চৌকস দল কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সম্মানিত ডিআইজি মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত ডিআইজি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

অত:পর সম্মানিত ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন শাখা বার্ষিক পরিদর্শন করেন।

পরে নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে সম্মানিত ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। উক্ত কল্যাণ সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ সম্মানিত ডিআইজি মহোদয়ের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। সম্মানিত ডিআইজি মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় তিনি সমস্যাসমূহ দ্রæত সময়ের মধ্যে সমাধানের জন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
কল্যাণ সভায় সম্মানিত ডিআইজি মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অত:পর সম্মানিত ডিআইজি মহোদয় লংগদু থানা আকষ্মিক পরিদর্শন করেন।এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।