\নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলার সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়েছে । টুর্নামেন্টে বঙ্গবন্ধু গোলকাপে রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঙ্গমাতা গোলকাপে কাউখালী উপজেলার পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে।
সোমবার ২৫ সেপ্টেম্বর রাঙ্গামাটি চিংহ্লমং চৌধুরী (মারি) স্টেডিয়ামে সমাপনী খেলার পুরষ্কার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ২৯৯নং সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো মোশারফ হোসেন খানে সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরির সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সরকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইকরামুল্লাহ চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর আব্দুল হালিম চৌধুরী, রাঙ্গামাটি পিটি আই এর সুপারিন্টটেড এমরানুল ইসলাম প্রমুখ।
সমাপনী খেলায় বঙ্গবন্ধু গোলকাপে রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-১গোলে লংগদু উপজেলার উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো রাজস্থলী ।এবং বঙ্গমাতা গোলকাপে কাউখালী উপজেলার পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে সদর উপজেলার হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো কাউখালী।