জাতীয় শোক দিবসে লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের শ্রদ্ধা নিবেদন

রাঙ্গামাটি

বাংলাদেশে স্বপ্ন দ্রষ্টা জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ কখনোই জন্ম নিতো না— সবির কুমার চাকমা

\ নিজস্ব প্রতিবেদক \

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের চেয়ারম্যান সবির কুমার চাকমা। তিনি বলেন, বাংলাদেশে স্বপ্ন দ্রষ্টা জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ কখনোই জন্ম নিতো না। আর সেই মহা মানবকে আমরা নির্মমভাবে হত্যা করে আমরা আজ বেইমান জাতিতে পরিণত হয়েছি। সারা বিশে^র মানুষ জাতির পিতাকে সম্মানা জানালেও আমরা তার প্রাপ্য সম্মান দিতে পারিনি। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ণ করতে জাতির পিতার কন্যার হাতকে শক্তিশালী করতে হবে।

গতকাল ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ অধ্যক্ষ মার্গারেট রোজারিও।

এ সময় লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ পরিচালনা পরিষদের সদস্য তপন কান্তি পাল, লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের ইনেসক্টেটর কৃষ্ণা চাকমা সহ অন্যান্য পরিচালনা পর্ষদের সদস্য ও কলেজের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সকালে জাতির পিতার শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভেদভেদী জাতির পিতার মুর‌্যালে পুস্পস্তর্বক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করেন কলেজের চেয়ারম্যান সবির কুমার চাকমা ও অন্যান্য সদস্যরা।