। নিজস্ব প্রতিবেদক।
স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি নিয়ে রোষানলে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। ১৫ আগষ্ট মঙ্গলবার রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল শেষে নেতা কর্মীরা সেচ্ছাসেবক দল রাঙ্গামাটি নতুন কমিটি নিয়ে দ্বন্ধে জড়িয়ে পড়ে।
দলের ত্যাগী নেতা কর্মীরা বলেন দীর্ঘদিনের ত্যাগী নেতা ও কারা নির্যাতিত স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মোঃ জসিম উদ্দিন ও আমজাদ হোসেন নান্টুকে বাদ দিয়ে স্বেচ্ছাসেবক দলের ভুঁইফোর নতুন কতগুলো ছেলেকে দিয়ে এই কমিটি করায় সাধারণ নেতাকর্মীরা তীব্র নিন্দা প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে এই নতুন নেতৃত্বকে কমিটিতে স্থান দিয়েছে। নেতৃবৃন্দ বলেন সামনে জাতীয় নির্বাচন বর্তমানে নির্বাচনকে ঘিরে রাজপথে রয়েছে বিএনপি নেতাকর্মী কিন্তু যে ছেলেগুলোকে কমিটি নেতৃত্বে দিয়ে দিয়েছেন। তারা কখনোই দলের ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা টাকার বিনিময়ে সংগঠন কে ধ্বংস করার জন্য।
নেতৃবৃন্দ বলেন ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করা দাবি জানা যদি এই কমিটি বাতিল করা না হয় তাহলে স্বেচ্ছাসেবক দলের কোন নেতাকর্মীকে রাঙ্গামাটি জেলায বিএনপি কার্যালয কোন ধরনের প্রোগ্রাম করতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যানের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন নেতাকর্মীদের আন্দোলনের মুখে স্বেচ্ছাসেবক দলের নতুন এই কমিটিকে বাতিল করার জন্য কেন্দ্রে চিঠি পাঠানোর প্রতিশ্রæতি দিয়ে নেতৃবৃন্দকে সান্তনা দেন।
নেতা কর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের আশ্বাসের প্রেক্ষিতে দলীয় কার্যালয় ত্যাগ করেন।