\ নিজস্ব প্রতিবেদক \
টানা বর্ষণে কর্মহীন দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৬নং বালুখালী ইউনিয়নে কাইন্দ্যা পাড়া এলাকা বাসীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল রাঙ্গামাটির বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাইন্দ্যা পাড়া গ্রামের প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল খাদ্য সহায়তা তুলে দেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন।
এ সময় রাঙ্গামাটি সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা তর্পন দেওয়ান, ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা সহ অত্র ইউনিয়নের সদস্য/সদস্যা বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা বিতরণ কালে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, টানা বর্ষণের ফলে আকষ্মিক বণ্যায় সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে। যা সরকারের পক্ষে পুরণ করা কখনোই সম্ভব নয়। তার পরও সরকার জনগনকে সাহস যোগাতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তাই দুর্গম এলাকা গুলোতেও সরকারের খাদ্য সহায়তা পৌছে দিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ কাজ করছে। তিনি সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
৬নং বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার দুর্গম এলাকার মানুষের পাশে সব সময় আছে এবং থাকবে। তিনি বরেন, গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে বালুখালী ইউনিয়নের অনেক নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এখানকার সাধারণ মানুষ এই দূর্যোগে তাদের অপুরণীয় ক্ষতি হয়ে গেছে। তাদের কথা চিন্তা করে সরকার খাদ্য সহায়তা বিতরণ করেছে। ইতিমধ্যে বালুখালী ইউনিয়নের প্রায় ৭ শতাধিক পরিবারকে ১০ কেজি করে খাদ্য সহায়তা চাল বিতরণ করা হয়েছে। আমরা নিজের হাতে এই সহায়তা পৌছে দিয়েছি।