বর্তমান সরকার পার্বত্য এলাকার অসহায় মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে— সবির কুমার চাকমা
\ নিজস্ব প্রতিবেদক \
বর্তমান সরকার পার্বত্য এলাকার অসহায় মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও বরকল উপজেলা আওয়ামীলীগের কর্ণধার সুবির কুমার চাকমা। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও পার্বত্য অঞ্চলের অহংকার দীপংকর তালুকদারের দিক নির্দেশনায় পার্বত্য দুর্গম এলাকার মানুষের পাশে থেকে কাজ করছে রাঙ্গামাটি জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগিতায় পার্বত্য এলাকার অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
গতকাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে এসআইডি-সিএইচটি প্রকল্পের আওতায় বরকল উপজেলার দরিদ্র পরিবারের আত্ম-কর্মসংস্থানের জন্য গাভী বিতরণ কালে তিনি এই কথা বলেন।
এ সময় বরকল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, ভ’ষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন ভূঁইয়া সহ ইউএনডিপি এসআইডি-সিএইচটি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআইডি-সিএইচটি প্রকল্পের আওতায় রাঙ্গামাটির ১০ উপজেলায় অসহায় মানুষের মাঝে গাভী সহ বিভিন্ন আত্ম কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।