\ নানিয়ারচর প্রতিনিধি \
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলাধীন ২নং নানিয়ারচর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পরবর্তীতে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুবির নন্দী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আনসার আলী, বাবুল কর্মকার, ধর্মেশ খীশা, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার প্রমুখ।
বক্তারা বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এদেশকে একটি দারিদ্র্য-ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গ্রাম-গঞ্চে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার জন্য সকলেই এক ও অভিন্ন থেকে মাঠ পর্যায়ে কাজ করার আশা ব্যক্ত করেন।