\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন পাংখোয়া সোস্যাল ওয়েলফার অর্গানাইজেশন রাঙ্গামাটি।
বৃহস্পতিবার বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে পাংখোয়া সোস্যাল ওয়েলফার অর্গানাইজেশন রাঙ্গামাটি সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার নেতৃত্বে পাংখোয়া জনগোষ্ঠীর সদস্যরা এ ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত জেলা প্রশাসকের সাথে আলাপ কালে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ক্ষুদ্র জাতি সত্তা পাংখোয়া সম্প্রদায়ের প্রতিনিধি রেমলিয়ানা পাংখোয়া জেলা প্রশাসকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলের অনেক জাতি গোষ্ঠী আজ বিলুপ্তির পথে। এই জাতি গোষ্ঠী গুলোর ভাষা সংস্কৃতিক ও সাহিত্য সংরক্ষণ করা না গেলে আগামী দিনে দেশের ক্ষুদ্র জাতি গোষ্ঠী গুলোকে খুঁজে পাওয়া কস্টকর হয়ে যাবে। তিনি পাংখোা সম্প্রদায় সহ সকল ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, সরকার পার্বত্য অঞ্চল রাঙ্গামাটির উন্নয়নে কাজ করার জন্য জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। রাঙ্গামাটি বৈচিত্র্যপুর্ণ এলাকা। এই এলাকায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি ও সাহিত্য আলাদা। এই জাতি গোষ্ঠী গুলোর যাতে তাদের ভাষা সংস্কৃতিক ও সাহিত্য সংরক্ষণ করা যায় তার জন্য আমার আন্তরিকতার অভাব থাকবে না। তিনি যে কোন প্রয়োজনে জেলা প্রশাসকের দরজা সবার জন্য খোলা রয়েছে বলে জানান।