রাঙ্গামাটিতে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

রাঙ্গামাটি

জাতির পিতার আদর্শ আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে আমাদের সকলকে কাজ করতে হবে—- মোহাম্মদ মোশাররফ হোসেন খান

\ নিজস্ব প্রতিবেদক \

জাতির পিতার আদর্শ আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে আমাদের সকলকে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। তিনি বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্ত গুলো প্রতিটি স্কুলে প্রতিষ্ঠানে পালন করার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক।

আজ ২৬ জুলাই জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহামদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কমিটির নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোকের মাসে ১ আগষ্ট থেকে কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও আমার চোখে বঙ্গবন্ধুর বিজয়ীদৈর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।