রাঙ্গামাটিতে দুস্থ নারীদের মাঝে গাভী ও ফলজ গাছের চারা বিতরণ

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

জেলার দুস্থ নারীদের মাঝে গাভী ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ১৯ জুলাই বুধবার সকাল ১১টায় জেলা পরিষদ রেস্ট হাউজ প্রাঙ্গনে দুস্থ নারীদের মাঝে গাভী ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত গাভী ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, বিপুল ত্রিপুরা বুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, সদস্য আশীষ কুমার চাকমা নব,জেলা কৃষকলীগের সভাপতি মো: জাহিদ আকতার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মো: সাইফুল আলম রাসেদ প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভা এলাকার দুস্থ নারীদের মাঝে ৪ টি গাভী ৫০ টি ফলজ চারা এবং সদর উপজেলার ৬ টি ইউনিয়নে দুস্থ নারীদের মাঝে ৬ টি গাভী এবং ১০০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।