শুদ্ধাচার পুরস্কার পেলেন রাঙ্গামাটি সদর উপজেলা ইউএনও নাজমা বিনতে আমিন

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতার ওপর ভিত্তি করে স্বীকৃতিস্বরূপ রাঙ্গামাটি জেলা প্রশাসনের শুদ্ধাচার পুরষ্কার দিয়েছেন রাঙ্গামাটি জেলাপ্রশাসন। ২০২২-২৩ অর্থবছরে রাঙ্গামাটিতে শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন জেলা প্রশাসনের ছয় কর্মকর্তা-কর্মচারী। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন।

গতকাল রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বছরব্যাপী শুদ্ধাচারে পুরষ্কারে মনোনীতদের মাঝে ক্রেস্ট, সনদপত্র তুলে দেন রাঙ্গামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সততা, কর্তব্যজ্ঞান, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও জনসাধারণকে সেবা প্রদানসহ অন্যান্য মানদন্ডের ওপর ভিত্তি করেই দেয়া হয়ে থাকে শুদ্ধাচার পুরষ্কার। পুরষ্কার ক্রেস্ট, সনদপত্র ও এক ব্যাসিক সম-পরিমাণ নগদ অর্থ পাবেন কর্মকর্তারা।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, উপজেলা পর্যায়ে সকলকে নিয়ে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে। এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উৎসর্গ করে দিতে চাই।

প্রশাসন ক্যাডারের ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নাজমা বিনতে আমিন ২০২১ সালের অক্টোবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রাঙ্গামাটি সদরে যোগদান করেন। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে পূর্বের চেয়েও ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। সদর উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন তিনি।