সুশীল সভাপতি কামাল সম্পাদক চৌধুরী হারুন অর্থ সম্পাদক
। নিজস্ব প্রতিবেদক ।
রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে সুশীল প্রসাদ চাকমা (দৈনিক যুগান্তর) পুনর্নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে সাবেক অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন (দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভি) ও অর্থ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী হারুনুর রশিদ (দৈনিক আমাদের নতুন সময়) নির্বাচিত হয়েছেন।
গতকাল (সোমবার) সকাল ১১টায় রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটিতে দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা। সাধারণ সভায় পরবর্তী অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেছেন হেফাজত-উল বারি সবুজ। অন্যান্য পদবিতে রয়েছেন সহ-সভাপতি সত্রং চাকমা (দৈনিক সমকাল ও একুশে টিভি) ও হেফাজত-উল বারি সবুজ (সময় টিভি), যুগ্ম সম্পাদক হিমেল চাকমা (ইন্ডিপেন্ডেট টিভি ও আজকের পত্রিকা) এবং নির্বাহী সদস্য সাধান বিকাশ চাকমা (প্রথম আলো) ও জিয়াউর রহমান জুয়েল (দৈনিক আমার সময় ও এখন টিভি)। পরবর্তী দুই বছর মেয়াদে সংগঠনটির এ কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
এদিকে সভাপতি, সম্পাদক ও অর্থ সম্পাদকসহ রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবনক লীগের উপ-দপ্তর সম্পাদক সজীব শাহা ও ড্রিমল্যান্ড হোটেলের ব্যবস্থাপক মোবারক হোসেন।
রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম। রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক শিশির দাশ বাবলা এক বিবৃতিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।