॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মসূচি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো: কাওছারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো: শওকত আকবর, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জমান মহসিন রানা, জেলা প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মো: নুরুল আবছার প্রমুখ।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলায় বসবাসরত জনসাধারনকে সচেতন করে তুলতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানানো হয়।