চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটির রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন রাঙ্গামাটি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক। ২৯ মে সোমবার চট্টগ্রামে কলেজের শহীদ অবনি মোহন দত্ত অডির্টরিয়ামে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা রাঙ্গামাটির রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমে ও উচ্চ শিক্ষা বোর্ডের উপ-পরিচালক সুব্রত দাশ, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা গাজী মোলাম মাওলা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় রাঙ্গামাটির বিভিন্ন সুধীজন তাকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন রাঙ্গামাটির বিভিন্ন সনাতনী ব্যক্তিবর্গ। অভিনন্দন জানিয়েছেন রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক।

রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার ফেইসবুক বার্তায় বলেন, আমার আরেকটি অর্জন কর্মজীবনের প্রথম স্বীকৃতি হিসাবে যুক্ত হল।

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে স্বীকৃতির মাধ্যমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আমার প্রথম বারের মত অংশগ্রহণের সুযোগ লাভ করায়

মহান বিধাতার নিকট ও বিভাগীয় পর্যায়ের সম্মানিত আয়োজক কর্তৃপক্ষ এবং বিচারকমন্ডলীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই অর্জন আমার পিতা ও প্রয়াত মাতার অপরিসীম ত্যাগ, সম্মানিত সকল শিক্ষাগুরু, প্রান প্রিয় প্রতিষ্ঠান রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সম্মানিত সকল সহকর্মী, সম্মানিত সকল অভিভাবক এবং সুপ্রিয় সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিবেদন করছি। সাথে সাথে ভবিষ্যতের পথ চলায় সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।