প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

সোমবার (২২ মে) বিকেল ৪টায় শহরের বনরুপা টেক্সি স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী মো: কামাল উদ্দিন, মো: রফিকুল মাওলা, সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন ০গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাষের হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

একই দাবীতে জেলার অন্যান্য উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন।