নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের তৃণমুল প্রতিনিধি সভা

রাঙ্গামাটি

পাহাড়ের উন্নয়নে শেখ হাসিনার সরকার ছাড়া আর কেউ এগিয়ে আসেনি— দীপংকর তালুকদার

\ নিজস্ব প্রতিবেদক \

পাহাড়ের উন্নয়নে শেখ হাসিনার সরকার ছাড়া আর কেউ এগিয়ে আসেনি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, সরকারের উন্নযনের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওযামীলীগের হাতকে শক্তিশালী করতে হবে। তাই আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে আওয়ামীলীগের উন্নয়নের সফলতার বার্তা জনগনের দৌড় গোড়ায় পৌছে দেয়ার আহবান জানান।

শনিবার ১৩ মে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের তৃণমুল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এ কথা বলেন।

আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাকেন জেলা আওয়ামীলীগের সহ-সভাতি ত্রিদীব কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোহা চৌধুরী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।

সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনের আগে দলের মধ্যে যতো বিভেদ রয়েছে তা নিরসন করতে হবে। দলের মধ্যে বিভেদ কোন ভাবেই সহ্য করা হবে না। এছাড়া দলের মধ্যে যারা বিশৃঙ্খল করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে এক হয়ে দলের সাথে কাজ করার আহবান জানান।