॥ নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘ বছর পলি পড়ে বন্ধ হয়ে যাওয়া তবলছড়ি আসাবমস্তী সংযোগ খাল খনন কাজ এগিয়ে চলছে। খাল খনন করা মাটি অপসারণ কাজ শুরু হয়েছে। স্থানীযরা বলেন ১৫ বছর আগেও যে খাল দিয়ে নৌকা, ছাপ্পান ও বোট চলতো সেই খালের পলি পরে ও নতুন ব্রীজ করার পর তা ভরাট হয়ে যায়। দীর্ঘ বছর পর এই খাল খনন শুরু হওয়ায় আগামী বর্ষা মৌসুমে হ্রদের পানি বৃদ্ধি পেলে এই খালে আবারো নৌকা ছাম্পান চলাচল শুরু হবে। স্থানীরা পুরনো সেই স্মৃতি আবারো দেখতে পাবে এমনটাই ভাবছেন।
স্থানীয়রা বলেন, দীর্ঘ বছর পলে জমে খালের পাড় বেদখল আর বাজারর বর্জ্যে সংকুচিত হয়ে গেছে নৌপথ। দীর্ঘদিন নৌপথ বন্ধ থাকায় খালের পাড় দখলের মাত্রা আরো বেড়েছে। একসময় রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ির বাজারের কাঠের তৈরি সেতুর নিচ দিয়ে চলাচল করত পণ্য ও যাত্রী পরিবহনকারী নৌকা চলাচল করতো। কিন্তু পাকা সেতু নির্মাণের ফলে সেতুর তলদেশ ভরাট ও বাজারের বর্জ্যে সংকুচিত হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ালের পানিপ্রবাহ। অবশেষে চলতি মাস থেকে বেদখল আর বর্জ্যে ভরাট মাঝেরবস্তি-তবলছড়ি বাজার সংযোগ খালটি খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
স্থানীয় সমাজ কর্মী বিপ্লব দাশ বলেন, একটি সময় এই খালে নৌকা ছাম্পান চলতো। বর্তমানে খালের দুইপার দখল হয়ে গেছে। এছাড়া খালে পলি জমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খালটি নতুন করে খনন কাজ শুরু হওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেন, দীর্ঘ বছর পর আবারো এই খালের উপর নৌকা চলাচল শুরু হবে।
গত ৫ এপ্রিল থেকে এক্সক্যাভেটর দিয়ে খাল খনন শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভাঙ্কর চাকমা। তিনি বলেন, ২৬ লক্ষ টাকা ব্যয়ে এই খাল খনন কাজ করা হচ্ছে। খালটি খনন করে যেই মাটি গুলো পাওয়া গেছে তা অপসারণ কাজ শুরু করা হয়েছে।
পাউবো রাঙ্গামাটি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে (২০২২-২৩) রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি এলাকায় মাঝেরবস্তি-তবলছড়ি বাজার সংযোগ খালটি খননের উদ্যোগ নেয়া হয়। ৩৫০ মিটার খাল খননে বরাদ্দ দেয়া হয়েছে ২৬ লাখ টাকা। প্রকল্পটির অধীনে খালটি ১১ মিটার প্রশস্ত করে খনন করা হবে। আগামী ৩০ জুনের (তিন মাস) মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে খাল খনন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে পাউবো।
এ প্রসঙ্গে জানতে চাইলে পাউবো রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, ‘স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে খালটি খননের উদ্যোগ নেয়া হয়েছে। এ মাস থেকে খননকাজ শুরু হয়েছে, আগামী জুনের মধ্যে কাজ সম্পন্ন হবে। এ কাজের আওতায় ১১ মিটার চওড়া করে মাঝেরবস্তি থেকে তবলছড়ি সেতুর নিচ পর্যন্ত ৩৫০ মিটার খাল খনন হবে। খনন করা মাটিগুলো সেখান থেকে তুলে নেয়া হচ্ছে।