রামগড় ইমিগ্রেশন কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু হবে— বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একে এম নাজমুল হাসান

খাগড়াছড়ি

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল একে এম নাজমুল হাসান বলেছেন, রামগড় স্থলবন্দর নিমার্ণ নিয়ে সীমান্তের ১৫০ গজ নিয়ে যে জটিলতা ছিলো সেটি বিএসএফ এর সাথে আলোচনা করে শেষ হয়েছে। রামগড় স্থলবন্দরের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে,এখন শুধু উদ্বোধনের অপেক্ষা,রামগড় ইমিগ্রেশন কার্যক্রমও দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।

শনিবার(১৫ এপ্রিল) বিকালে বিজিবির সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তবক, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি ও মহামুনি বিওপি পরিদর্শন শেষে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ ছাড়ায় পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে নির্মিত রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ও ইমিগ্রেশন পরিদর্শন করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয়পুর সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও এ সময় ফুল দিয়ে বিজিবি প্রধানকে শুভেচ্ছা জানান বিএসএফ।

এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, সদর দপ্তর বিজিবি’র পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন) ও ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।