\ বান্দরবান প্রতিনিধি \
না ফেরার দেশে চলে গেলেন আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সকালে ৬টার সময় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৯ বছর।
দলীয় সূত্র ও স্বজনরা জানায়, মেয়র মোহাম্মদ ইসলাম বেবী গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রæত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় লাইফ সাপোর্টে রাখার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার বিকাল ৫টায় বান্দরবান ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ রাজনীতি জীবনে মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বান্দরবান জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়াও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সহ সভাপতি এবং দুবার পৌরসভার নির্বাচিত ওয়ার্ড মেম্বারের দায়িত্ব পালন করেন। বর্ষিয়ান এ নেতা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি খেলোয়াড় ও রেফারি সমিতির একজন সদস্য ছিলেন।
এদিকে এই নেতার মৃত্যুতে বান্দরবানবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবরে মরহুমের বাড়িতে প্রিয়নেতাকে একবার দেখতে ভিড় জমে সাধারণ মানুষের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খবর পেয়ে ছুটে যান মরহুমের বাড়িতে। এসময় শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেযারম্যান ক্যশৈহ্লা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: ওসমান গণি’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ জানান।
রাঙ্গমাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর শোক জানিয়েছেন।