পাহাড়ের বৈসাবী উৎসবের গতকাল দ্বিতীয় দিন অতিবাহিত

রাঙ্গামাটি

পুরাতন সকল দুঃখ গ্লানী মুছে ফেলে পাহাড়ের আনন্দের সুবাতাস বইবে—- দীপংকর তালুকদার

\ নিজস্ব প্রতিবেদক \

পাহাড়ের বৈসাবী উৎসবের গতকাল দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আজ পহেলা বৈশাখ গজ্জাপজ্জা। দ্বিতীয় দিনের মুল বিজুতে পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে ঐতিহ্যবাহী পাঁজন রান্নার মধ্যে দিয়ে অতিথিদের আপ্পায়ন চলছে। সকাল থেকে পাড়ায় পাড়ায় লোকজন গুরে বেড়াতে দেখা গেছে।

রাঙ্গামাটি সংসদ সদস্য খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদারের বাস ভবনের রাঙ্গামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। তিনি রাঙ্গামাটির আপামর জনসাধারণের সাথে বৈসাবীর শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের বাস ভবনে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় কালে রাঙ্গামাটি সংসদ সদস্য খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের ক্ষুদ্র নৃ গোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা তঞ্চঙ্গ্যা সহ মোট ১১ টি জাতি গোষ্ঠীর বৈসাবী উৎসব। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো এবং পুরাতন সকল দুঃখ গøানী মুছে ফেলে পাহাড়ের আনন্দের সুবাতাস বইবে এমটনাই প্রত্যাশ করেন।