রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশ আওয়ামী লীগ রাংগামাটি জেলা শাখার উদ্দ্যেগে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্তিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর নির্দেশ ক্রমে রির্জাভ বাজার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়।

রিজার্ভ বাজার এলাকার রোজারদারদের মাঝে ইফতার তুলে দেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ ছলিম উল্লাহ সেলিম, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য আশীষ কুমার নব, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবু তৈয়ব, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগ ২ নং ওয়ার্ডের সভাপতি মোঃ কামাল উদ্দিন, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।