॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় কেংড়াছড়ি ইউনিয়নে কেরনছড়ি এলাকায় হঠাৎ লোকালয়ে এসে একটি বন্য শুকর আক্রমন চালায়। এসময় বন্য শুকরের আক্রমনে এলাকার ৩জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে ২ জন পাহাড়ী মহিলা ও ১জন বাঙ্গালী মহিলা।
আহতরা হলেন, গৃহিনী সুজিত্রা চাকমা (৪৫), গৃহিনী বেবী আক্তার (২৬) ও গৃহিনী বিমলা চাকমা (৬৮)। তিনজনই কেংড়াছড়ি ইউনিয়নে বাসিন্দা বলে জানা গেছে।
রবিবার (২ এপ্রিল) দুপুরে বিলাইছড়ি উপজেলায় কেংড়াছড়ি ইউনিয়নে কেরনছড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।
এসময় স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ৩জনকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে ভর্তি করা হলে উপজেলা মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ সারোয়ার, সিনিয়র র্স্টাফ নার্স প্রবীর তঞ্চঙ্গ্যা ও নিরিপনা চাকমা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাদের ৩জনকে উন্নত চিকিৎসার্থে রাঙ্গামাটি রেফার করা হয়েছে বলে জানান।
চিকিৎসকরা জানান, বন্য শুকরটি গৃহিনী সুজিত্রা চাকমার ডান হাতে কামড় দিয়ে মারাত্মক জখম করে। গৃহিনী বেবী আক্তারকে ডান পায়ের রানে এবং বাম হাতে কামড় দিয়ে জখম করে এবং পুরুষ বিমলা চাকমাকে শরীরের এবং হাতে বেশিরভাগ অংশে কামড় দিয়ে মারাত্মক জখম করে।
স্থানীয়রা জানান, অনুমানিক ২ মণের কাছাকাছি বড় এই বন্য শূকরটি কুতুবদিয়া পাহাড়ি জমির এলাকায় নলখাগড়া বনে প্রবেশ করেছে। আক্রমণাত্বক এই শুকরটিকে ধরতে এলাকার স্থানীয় বাসিন্দার সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি বন্য শুকরটি ধরতে ব্যর্থ হয় তা হলে পরবর্তীতে যে কোন সময় আবার আক্রমণাত্বক এই শুকরটি আবারো লোকালয়ে এসে স্থানীয় বাসিন্দাদের আক্রমন চালাতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। এদিকে বন্য শুকরের ভয়ে এলাকাবাসী আতংকে দিন অতিবাহিত করছে।