রাঙ্গামাটি জেলা বিএনপির অবস্থান কর্মসূচী

রাঙ্গামাটি

বিএনপি লগি বৈঠা হাতে নিয়ে মানুষ মারার আন্দোলন করে না বিএনপি মানুষের যান মাল বাঁচানোর আন্দোলন করে— বেলাল আহমেদ

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বিএনপি লগি বৈঠা হাতে নিয়ে মানুষ মারার আন্দোলন করে না বিএনপি মানুষের যান মাল বাঁচানোর আন্দোলন করে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদের। তিনি বলেন নিত্য প্রয়োজন দ্রব্যসামগ্রী, গ্যাস বিদ্যুৎ আজ মানুষের হাতে নাগালের বাইরে। সাধারণ মানুষের জীবন যাপনে আজ নাভিশ^াস উঠছে। এই অবস্থায় এই জালিম সরকারকে ক্ষমতা থেকে নামাতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই নেই।

০১ এপ্রিল শনিবার রাঙ্গামাটি জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে অবস্থান কর্মসূচীর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্ণেল মণিষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শামিল, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহম্মেদ, রাঙ্গামাটি জেলা তাঁতী দল ও মৎস্য জীবিলীগের সাধারণ সম্পাদক নুরুল কবির বাচা সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশে আজ নিরব দুর্ভিক্ষ চলছে। সাধারণ মানুষ তাদের কথা বলতে পারছে না। চাল, ডাল, তেল, আলু, সবজী সহ সকল কিছু আজ মানুষের হাতের নাগালের বাইরে। এছাড়া ডিম, গরুর মাংস, ব্রয়লার মুরগী খাওয়া ভুলে যাচ্ছে সাধারণ মানুষ। রোজার এই দিনে সাধারণ মানুষ খুবই কষ্টে আছে। জনগনের এই জিম্মি দশা থেকে মুক্ত করতে হলে বিএনপির হাতকে শক্তিশলী করতে হবে বলে জানান বক্তারা।

রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচীতে রাঙ্গামাটি জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী অংশ গ্রহণ করেন।