বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৪টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গামাটি জেলার সভাপতি কবি হাসান মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক চিরজ্যোতি বড়ুয়া বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য তৈয়ব হোসেন মামুন, জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ্বর বড়ুয়া, জেলা যুবলীগের সহ সভাপতি মো: ফজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মনসুর আহম্মেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গামাটি জেলার সাধারন সম্পাদক উৎপল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অপর্ণা দেব রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে শতাধিক শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।