সকল ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বোধ বাড়ানো গেলে সাম্প্রদায়িক শক্তি কখনোই মাথা চারা দিয়ে উঠতে পারবে না
— দীপংকর তালুকদার এমপি
॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
সকল ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বোধ বাড়ানো গেলে সাম্প্রদায়িক শক্তি কখনোই মাথা চারা দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট একটি গোষ্ঠী সব সময় ওঁতপেতে থাকে। এই গোষ্ঠীকে প্রতিহত করতে সাম্প্রদায়িক সম্প্রতির কোন বিকল্প নেই। তিনি বলেন, পাহাড়ের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাহাড়ের এই উন্নয়নকে ধরে রাখতে চাইলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
শুক্রবার (৩১ মার্চ) সকালে নানিয়ারচরে পুলিপাড়া মৈত্রী বৌদ্ধ বিহারে ৩য় তম মহাসংঘদান উৎসব অনুষ্ঠানে প্রধান পূর্ণার্থী রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।
এর আগে পঞ্চ শীল প্রার্থনা, সংঘদান, অষ্ট পরিস্কার দান, হাজার বাতি দান সহ নানা বিধ দানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন, রাঙ্গামাটি বৌদ্ধ ধর্মীয় গুরু কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ পামোক্ষা মহাথের।
প্রধান পূর্ণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার, এমপি।
এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ত্রিদিব কান্তি দাশ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার সহ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শত শত বৌদ্ধ নর নারী অংশ গ্রহণ করেন।