গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন

রাঙ্গামাটি

। নিজস্ব প্রতিবেদক।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় শহরের দোয়েল চত্বর এলাকায় রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এই আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, অর্থ সম্পাদক ছলিম উল্ল্যা, জেলা আওয়ামীলীগের সদস্য সবির কুমার চাকমা, উদয়ন বড়ুয়া, আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: সাইফুল আলম রাশেদ প্রমুখ।

সভার শুরুতে ২৫ শে মার্চের কালো রাত্রিতে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।