ত্রিদীব কান্তি দাশকে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনোনিত করায় আনন্দ মিছিল

রাঙ্গামাটি

জাতির পিতার আদর্শ নিয়ে নানিয়ারচর উপজেলার সকল মানুষের কল্যাণে কাজ করে যাবো— ত্রিদীব কান্তি দাশ

॥ নানিয়ারচর সংবাদদাতা ॥

জাতির পিতার আদর্শ নিয়ে নানিয়ারচর উপজেলার সকল মানুষের কল্যাণে কাজ করে যাবো বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে দীপংকর তালুকদারের জয় নিশ্চিত করতে হবে আমাদের সকলকে। দীপংকর তালুকদারকে আগামী সংসদ নির্বাচনে জয় যুক্ত করে সংসদে পাঠিয়ে পার্বত্য এলাকার উন্নয়ন আরো গতিশীল করতে হবে বলে মন্তব্য করেন।

২৪ মার্চ রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি হিসাবে নানিয়ারচর উপজেলার কৃতি সন্তান ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রীদিব কান্তি দাশকে সহ-সভাপতি করায় আনন্দ মিছিল সহকারে জাতির পিতার প্রতিকৃতি পুস্পমাল্য অর্পণ শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন।

এ সময় নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি বাবুল কর্মকর্তার, যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত, সাধারণ সম্পাদক ঝিল্লুল মজুমদার, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রিদীব কান্তি দাশ বলেন তাকে আওয়ামীলীগের জেলা কমিটিতে রেখে পার্বত্য এলাকার মানুষের কাজ করার সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এবং সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বরকে ধন্যবাদ জানান।

এর আগে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল সহকারে উপজেলা প্রশাসনে চত্বরে জাতির পিতার প্রতিক্রতিতে পুস্পমাল্য অর্পণ করেণ।