পার্বত্য অঞ্চলের উন্নয়ন ত্বরানিত করতে সকল জনগোষ্ঠীর আন্তরিক সহযোগিতা করতে হবে— দীপংকর তালুকদার
॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
পার্বত্য অঞ্চলের উন্নয়ন ত্বরানিত করতে সকল জনগোষ্ঠীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালকুদার। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাগোযোগ সহ সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে। কিন্তু একটি গোষ্ঠীর কারণে পাহাড়ের উন্নয়ন বাধা গ্রস্থ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া সমতরের পাশাপাশি পাহাড়ের উন্নয়ন কাজ করে যাচেছ। এই উন্নয়নের ছোঁয়া পেতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
২৩ মার্চ বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলায় সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং পুরস্কার বিতরণী অন্ঠুানে দীপংকর তালুকাদর এমপি এ কথা বলেন।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ত্রিদীপ কান্তি দাশ, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।