রাঙ্গামাটি জাতীয় প্রাথমিক শিক্ষা দিবস ও বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

রাঙ্গামাটি

প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি করতে শিক্ষকদের আরো বেশী মনোযোগী হতে—- অংসুইপ্রু চৌধুরী

\ নিজস্ব প্রতিবেদক \

প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি করতে শিক্ষকদের আরো বেশী মনোযোগী হতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের অনেক সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে। শিক্ষকরা যাতে ঘরে বসেও শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারে তারজন্য ডিজিটাল বাংলাদেশের আওতায় নিয়ে এসেছে। প্রতিটি বিদ্যালয়ে ল্যাপট প্রদান করা হচ্ছে। শিক্ষা বিভাগের যে কোন শিক্ষা কারিকুল্যাম সাথে সাথে শিক্ষকরা পেয়ে যাবে এবং সেই ভাবে ছাত্র ছাত্রীদের প্রতি মনোনিবেশ করার আহবান জানান।

মঙ্গলবার ১৪ মার্চ রাঙ্গামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন ও রাঙ্গামাটি প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এর প্রতিপাদ্যে আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষার আহবায়ক জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা,রাঙ্গামাটি পিটিআই এর সুপারিনটেন্ট এমরানুল ইসলাম মানিক,সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ ইকরাম উল্লাহ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপসী চাকমা সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান রাঙ্গামাটি সদর উপজেরার বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।