প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় পাহাড়ের দুর্গম এলাকার শিক্ষার্থীরা লেখা পড়া করার জন্য অনুদান পাচ্ছে—- দীপংকর তালুকদার
\ শিপ্রা দেবী \
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় আজ পাহাড়ের দুর্গম এলাকার শিক্ষার্থীরা তাদের লেখা পড়া করার জন্য অনুদান পাচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মঙ্গলবার ১৪ মার্চ রাঙ্গামাটি জেলা সমাজ সেবা কতৃক নানিয়ারচর উপজেলার কলেজ বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী মাঝে আর্থিক অনুদান ও হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রণোদনা এবং নানিয়ারচর উপজেলার ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ প্রদান কালে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্েয উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, ও সমাজ সেবা রাঙ্গামাটির উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুরজামাল হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ সহ অন্যাণ্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সৈনিক হবে নতুন প্রজন্ম। তাই তাদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে তৈরি হতে হবে। ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারলে আজকের প্রজন্মই স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন।
এসময় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান কতৃক গরীব ও মেধাবী মাঝে নগদ অর্থ ও গণ শিক্ষা ও প্রাথমিক মন্ত্রনালয় হতে নানিয়ারচর উপজেলার ৫৬ টি বিদ্যালয়কে ল্যাপটপ বিতরণ করা হয়।