রাবিপ্রবিতে নারী দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

রাঙ্গামাটি

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেক্টরে নারীরা আজ সফলতার সাথে নের্তৃত্ব দিচ্ছে—- ড. সেলিনা আখতার

॥ নিজস্ব প্রতিবেদক ॥

“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন: জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ আলোচনা সভা আয়োজন করা হয়।
সোমবার ১৩ মার্চ সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক র‌্যালী করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়েদীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চাকমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার। এছাড়া সহকারী প্রক্টর ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সূচনা আখতার এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নেইংম্রাচিং চৌধুরী ননী।অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপকমোহনা বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। এরপরে অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে রাবিপ্রবি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার মহোদয়কে বিশেষ সম্মানন স্মারক প্রদান করা হয়। ম্যানেজমেন্ট বিভাগেরে ৪ (চার) জন শিক্ষার্থীকে বিশেষ উপহার প্রদান করা হয়।যারা জীবনের ঘাত-প্রতিঘাটকে পেছনে ফেলে নিজেকে উচ্চ শিক্ষায় নিয়োজিত করতে পেরেছেন।

অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেক্টরে নারীরা আজ সফলতার সাথে নের্তৃত্ব দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশে ও নারীরা আজ পিছিয়ে নেই। বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে কর্মস্থল থেকে শুরু করে শিক্ষা, গবেষণা সহ ঘরে ও বাহিরে প্রযুক্তি গত বিদ্যার বিকল্প নেই। যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের তাগিদ দেন।

তিনি আরো বলেন, বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদান ছিল অবিস্মরণীয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।