রাজস্থলীতে বন বিভাগের অভিযানে ঈগল পাখি উদ্ধার

রাঙ্গামাটি

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গভীর অরণ্য থেকে বিপন্ন প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (১৩ মার্চ ) সকালে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিন মিয়ার নেতৃত্বে গহীন অরণ্য থেকে এ ঈগল পাখিটি উদ্ধার করা হয়।

বন বিভাগের সূত্র অনুযায়ী, সোমবার সকালে পাহাড়ি এক শিকারী ঈগলটি কে ধরে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। সে সময় স্থানীয়দের মাধ্যমে তথ্যে পেয়ে বন বিভাগের কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারী ব্যক্তি ঈগল পাখি টিকে রেখে পালিয়ে যান। পরে বন বিভাগ কর্তৃপক্ষ ঈগল পাখি উদ্ধার করে নিয়ে আসে রাজস্থলী সদর রেঞ্জে। ঈগল পাখি টিকে চট্রগ্রাম ওয়াল লাইফ ডিবিশনের ডুলাহাজারী সাফারী পার্কে অবমুক্ত করা হবে। এছাড়া বন্যপ্রানী উদ্ধারের জন্য দিকনির্দেশনা প্রদান করেন, চট্রগ্রাম ওয়াল লাইফ ডিবিসনের কর্মকর্তা বন্যপ্রানী জীব বৈচিত্র সংরক্ষক কর্মকর্তা নুরজাহান।

এবিষয়ে রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা শাহীন মিয়া জানান, উদ্ধার হওয়া ঈগল পাখিটি ২০১৫ সাল অনুযায়ী ডাউন কালার লিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির প্রাণী।