জনগনকে তার তথ্য পাওয়ার অধিকার যেমন সুরক্ষিত হবে তেমনি প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থাও বাড়বে হবে—- মোহাম্মদ মিজানুর রহমান
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জনগণকে না জানিয়ে কোন কাজ করার অধিকার আমাদের নেই। তাই প্রতিটি জনগনকে তার তথ্য পাওয়ার অধিকার যেমন সুরক্ষিত হবে, তেমনি প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থাও বাড়বে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সোমবার ১৩ মার্চ রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করতে গিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন।
রাঙ্গামাটি সনাক সভাপতি অঞ্জুলিকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হাসান, রাঙ্গামাটি জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচলক, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্ছিতা চাকমা, রাঙ্গামাটি জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল তালুকদার সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এর আগে ফিতা কেটে দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।