প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে পার্বত্য অঞ্চলের নারীরা আজ নিজেদের স্বাবলম্বী—- ফিরোজা বেগম চিনু
\ নিজস্ব প্রতিবেদক \
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে পার্বত্য অঞ্চলের নারীরা আজ নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা মহিলা লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই পার্বত্য অঞ্চলের নারীরা আজ ঘরে বসে নিজেদের উৎপাদিত পন্য সামগ্রী বাজারে বিক্রি করতে পারছে। তাই পাহাড়ের নারীরা আজ ঘরের বোঝা নয়। তারাও পুরুষের মতো নিজেদের স্বাবলম্বী করে তুলতে সক্ষম হচ্ছে। আর এই সুযোগ সৃষ্টি হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
৮ মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা মহিলা লীগের র্যালীত্তোর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে রাঙ্গামাটি জেলা মহিলা লীগের উদ্যোগে আলোচনাসভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা।
জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক মোহিতা দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, সাধারন সম্পাদক লেখিকা চাকমা, মহিলা আওয়ামীলীগ নারী নেত্রী সুরাইয়া আকতার প্রমুখ।
এর আগে রাঙ্গামাটি পৌরসভা কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীতে রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামীলীগ, পৌর মহিলা আওয়ামীলীগ ও বিভিন্ন ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগের নেতৃরা অংশগ্রহণ করেন।