\ নিজস্ব প্রতিবেদক \
ডিজিটাল যুগে এসে পাহাড়ের নারীরাও পিছিয়ে নেই অনলাইন বিজনেসের মাধ্যমে এগিয়ে যাওয়ার পথক খুজে পেয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। বক্তারা বলেন দেশের অন্যান্য অঞ্চলের মতোও জিডিটালের ছোয়া পেয়ে পাহাড়ের নারীরা তাদের এগিয়ে যাওয়ার পথ খুজে পেয়েছে। তাই পাহাড়ের নারীদেরকে আরো এগিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বক্তারা।
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্বাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, নাসরিন সুলতানা, অধিদপ্তরের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) অনুকা খীসা, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম মহিলা, নারীনেত্রী টুকু তালুকদারসহ বিভিন্ন নারী সংগঠনে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, স্মাট বাংলাদেশ গড়তে হলে নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারীদের কার্যকর অংশগ্রহন ছাড়া জেন্ডার সমতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তাই নারীদের সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতনতা বৃদ্ধিসহ বহুমুখি উদ্যোগ গ্রহন করতে হবে।
এর আগে রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।