॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি টিউফা আইডিয়াল স্কুলে মাঠে শিক্ষার্থীদের বার্ষিক মেধা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকালে টিউফা আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাধন কুমার চাকমা সভাপতিত্বে বার্ষিক মেধা, সাহিত্য ও সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ড. সুধীন কুমার চাকমা, সাবেক অধ্যক্ষ (অবসর প্রাপ্ত) খাগড়াছড়ি সরকারি কলেজ, প্রফেসর বোধিসত্ব দেওয়ান, সাবেক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) খাগড়াছড়ি সরকারি কলেজ, কল্যাণ মিত্র বড়ুয়া, সদস্য পাজেপ খাগড়াছড়ি, ডাঃ শহীদ তালুকদার তত্বাবধায়ক (উপ-পরিচালক) খাগড়াছড়ি সদর, উত্তম খীসা, জেলা শিক্ষা অফিসার, খাগড়াছড়ি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শিক্ষা গ্রহন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। শিক্ষা হবে সর্বজনীন। শিক্ষা হবে সহজলভ্য, প্রাণচাঞ্চল্য। শিক্ষা হবে মানবিক, আধুনিক, বিজ্ঞানভিত্তিক, যুক্তিনির্ভর। শিক্ষা মানুষকে লড়তে শেখায় সকল অপশক্তির বিরুদ্ধে। শিক্ষা মুখস্থ করার কোনো বিষয় নয়, শিক্ষা আত্মস্ত করার। শিক্ষা মানুষকে পূর্ণতা দান করে। সৃজনশীলতার বিকাশ ঘটায়। শিক্ষা সম্প্রীতির বন্ধন গড়ে তুলে মানুষকে ঐক্যবদ্ধ হতে শেখায়। শিশুরা, শিক্ষার্থীরা শিখবে আনন্দের সঙ্গে, উৎসাহ-উদ্দীপনা নিয়ে আগ্রহের সঙ্গে।
এমপি আরো বলেন, যেখানে শিক্ষা হবে দেশপ্রেমভিত্তিক সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক। একই ধারার এবং শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। শিক্ষার্থীরা পরীক্ষার ভীতিমুক্ত থাকবে। আমাদের দেশের মতো শিক্ষার শিক্ষার্থীরা বিভিন্ন স্তরে দক্ষতা এবং কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে। আমরা যে মেধাবী তারও প্রমাণ পাওয়া যায়। যদি মেধা বিকাশের পর্যাপ্ত আয়োজন থাকে, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। একটি আধুনিক এবং সৃজনশীল মেধা বিকাশ সহায়ক শিক্ষাক্রমের মধ্যদিয়ে আমরা শিক্ষার লক্ষ্য অর্জনে সফল হতে পারব বলে বিশ্বাস রাখি।
পরে অনুষ্টান শেষে প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।