রাঙ্গামাটিতে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা

রাঙ্গামাটি

স্মাট রাঙ্গামাটি গড়ার লক্ষ্য পুরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মার্চ) বেলা আড়াইটায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন। স্মার্ট জেলা নির্মাণ প্রস্তাবের ধারনা উপস্থান করেন, জেলা প্রোগ্রামার শিমুল ভৌমিক। স্মার্ট বাংলাদেশের প্রস্তাবনা উপস্থাপনা করেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সজিব ত্রিপুরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বর্তমানে দেশে বিপ্লব ঘটেছে। তাই এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্বপ্ন দেখছে। স্মার্ট বাংলাদেশ করতে হলে আগে স্মার্ট জেলা করতে হবে। তারই লক্ষ্যে রাঙ্গামাটি জেলাকে কিভাবে স্মার্ট করা যায় সেটি নিয়ে কাজ চলছে। আর স্মাট রাঙ্গামাটি গড়ার লক্ষ্য পুরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন আগামী ২০৪১ সাল নাগাদ আমাদের দেশ হবে স্মাট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের পর স্মাট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। তাই দেশের উন্নতি এবং অগ্রযাত্রা ধরে রাখতে হলে দেশকে অনেকটা উন্নত বিশ্বের কাছাকাছি নিয়ে যেতে হবে। আমরা আগামী ২০৪১ সাল বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। আর সেই সঙ্গে বাংলাদেশ হবে ‘স্মাট বাংলাদেশ।

মত বিনিময় সভায় অনান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন সরকারী অফিসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।