বরকল উপজেলায় শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন

রাঙ্গামাটি

লেখাপড়ার পাশাপাশি শিশুদেরকে বিনোদনের ব্যবস্থা করা গেলে তার মেধার বিকাশ আরো বেশী ঘটবে—- দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

লেখাপড়ার পাশাপাশি শিশুদেরকে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করা গেলে তার মেধার বিকাশ আরো বেশী ঘটবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, শুধু জেলা সদরে শিশুদের জন্য পার্ক ও সুযোগ সুবিধার ব্যবস্থা করলে হবে না, উপজেলাগুলোতেও শিশুদের জন্য শিশু পার্ক করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে শিশুপার্কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পিপিএম (বার), রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অহংকার, রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদারের নির্দেশনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ৩০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ এলাকায় এই শিশুপার্ক নির্মাণ করছে।

তিনি বলেন, এছাড়াও রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজে সাংস্কৃতিক সরঞ্জাম এবং ক্রীড়া সামগ্রী বিতরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।