॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল থেকে হ্যাপির মোড় পর্যন্ত রাস্তায় কোন ভাসমান দোকান বসানোর থাকবেনা বলে জানিয়ে দিয়েছেন রাঙ্গামাটি পুলিশ প্রশাসন। ১ মার্চ বুধবার দুপুরে রাঙ্গামাটি শহরের ফরেষ্ট কলোনী এলাকায় ভাসমান চায়ের দোকান গুলোর মালিকদের ডেকে আজ সন্ধ্যা ৬ টার মধ্য তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করেন রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আমিন আরিফ।
তিনি বলেন, গত কয়েক দিন আগে এই এলাকায় একটি খুনের ঘটনা ঘটে। এই ব্যবসা প্রতিষ্ঠান গুলো ঘিরে এই এলাকায় মাদেরক বিশাল একটি চক্র গড়ে উঠেছে। তাই রাঙ্গামাটি শহরকে মাদক মুক্ত ও ভাসমান ব্যবসায়ীদের দৌড়াত্ব বন্ধে এই পদক্ষেপ নিয়েছেন বল জানিয়েছেন তিনি। তিনি বলেন, আজ সন্ধ্যা ৬ টার মধ্যে তারা তাদের ব্যবসা চালিয়ে যাবে। ২ ফেব্রুয়ারী রাঙ্গামাটি শহরে কোথাও কোন ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান থাকব না বলে জানান তিনি।
এ সময় তিনি ফরেষ্ট কলোনী এলাকায় স্থাপিত ভাসমান ব্যবসায়ীদের ডেকে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা তার কাছে তাদের আরর্জি জানান।