বরকল রাগীব রাবেয়া কলেজের নবীন বরন ও এইচ এস সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙ্গামাটি

পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নের জন্য বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করছে—- সবির কুমার চাকমা

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নের জন্য বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং দীপংকর তালুকদারের আন্তরিকতায় পার্বত্য অঞ্চলের প্রতিটি দুর্গম এলাকায় এখন নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরী হচ্ছে। পার্বত্য দুর্গম প্রতিটি উপজেলার সরকারী কলেজ স্থাপন করা হয়েছে বলে ও তিনি মন্তব্য করেন।

রবিবার ২৬ ফেব্রুয়ারী বরকল রাগীব রাবেয়া কলেজের নবীন বরন, ২০২২ সালের এইচ এস সি কৃতি শিক্ষার্থীদের সন্বোর্ধনা ও বার্ষিক ক্রীরা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা একথা বলেন।
বরকল রাগীব রাবেয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বরকল উপজেলার সাবেক চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, কলেজের অধ্যক্ষ সহ স্থাণীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে কলেজের নবীন ছাত্র ছাত্রীদের বরণ করে নেয়া হয়, এছাড়া ২০২২ সালের এইচ এস সি কৃতি শিক্ষার্থীদের সন্বোর্ধনা ও বার্ষিক ক্রীরা প্রতিযোগিতার পুরস্কার বিতরন করেন অতিথিরা।