মুক্তি যুদ্ধের চেতনা মনে প্রাণে ধারন করে দেশের মানুষের জন্য কাজ করতে হবে—কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
॥ দীঘিনালা সংবাদদাতা ॥
দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, খাগড়াছড়ির সাংসদ ভারত প্রত্যাগত শরনার্থী এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকণ ও পূর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় তিনি বলেন, যার যার অবস্থান থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করলে দেশ উন্নত শিখরে পৌঁছে যাবে। তিনি বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। আর মুক্তি যুদ্ধের চেতনা মনে প্রাণে ধারন করে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।
এতে স্বাগত বক্তব্য রাখন দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো এখতার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) মিজ উম্মে ইমামা বানিন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমূখ।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।