পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের অন্ধকার দূর করে আলোর মুখ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের অন্ধকার দূর করে আলোর মুখ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি। তিনি বলেন, দূর্গম ও প্রত্যন্ত পাহাড়ী এলাকায় গ্রীড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পৌছানো অত্যন্ত দুস্কর ও ব্যয়বহুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার প্রত্যন্ত দূর্গম এলাকার সুবিধাবঞ্চিত পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ ও স্থাপন করে দেওয়ায় বর্তমানে এইসব এলাকার মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের দূর্গম এলাকার সুবিধা বঞ্চিত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্রিগেয়িার জেনারেল রোশায়দুল মাওলা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন যুগ্ন সচিব ইফতেখার আহমেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মো. হারুন-অর-রশিদ প্রমুখ।
এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই মোতাবেক আমরা ধাপে ধাপে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। পার্বত্যাঞ্চলে যে সব এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌছানো সম্ভব নয় ঐসব এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে সোলার প্যানেল দিয়ে সৌর বিদ্যুৎ পৌঁছে যাবে। আমরা ধাপে ধাপে যেসব দূর্গম এলাকায় বিদ্যুতের সুবিধা নেই সেই সব দূর্গম এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে।
পরে পার্বত্য মন্ত্রী কাপ্তাই উপজেলায় দুইটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত উপকারভোগী ১১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
পরে সকাল ১১টায় নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের বাজার এলাকা হতে নিচ পাড়া হতে রাস্তার ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষ করে নানিয়ারচর বেতছড়ি সুরিদাশপাড়া ও বগাছড়ি ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ইক্ষু বাগান পরিদর্শন শেষ করেন।
পরে নানিয়ারচর উপজেলাধীন সাবেক্ষ্যং ইউনিনের রিঝিবিল পাড়ায় ব্রীজ ও রাস্তা নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আরসিসি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্েয উপস্থিত ছিলেন,তিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, নানিয়ারচর জোন কমান্ডার লে:ক:এস এম রুবাইয়াত হুসাইন (পিএসসি) জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি রুবেল, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার, শিক্ষার্থী, এলাকাবাসী ও আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দরা।