। নিজস্ব প্রতিবেদক।
রাঙ্গামাটি শহরের ডিসি বাংলো এলাকায় হ্রদের পানিতে ভেসে উঠা গাছের সাথে ধাক্কা লেগে পর্যটকবাহী বোট ডুবিতে ২ নারী পর্যটকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৩ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
২০ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটি পর্যটন স্পট থেকে ফেরার পথে এই বোট দূর্ঘটনা টি ঘটে। নিহত দুই নারী জয়পুরহাট জপলার ৫ বিবি থানা এলাকার বাসিন্দা পুস্প রানী ও চায়না রানী। রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি আহতরা হলেন নমিতা বর্মন, মিনা রানী, সচিন।
প্রত্যক্ষদর্শীরা জানান ডিসি বাংলো এলাকার সন্ধ্যার দিকে হ্রদ এলাকায় হৈচৈ শোনা যায়। দেখা যায় হ্রদে ভেসে উঠা গাছ এলাকায় একটি বোট ডুবে যাচ্ছে। তাৎক্ষণিক স্থানীয় বোট চালক ও স্থানীয় উদ্ধার এসে উদ্ধার কাজে অংশ নেয়। পরে সেখানে ফায়ার সার্ভিস, জেলা পুলিশের সদস্যরা যুক্ত হন। এ ঘটনায় আরও ৬০ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে।
পর্যটকদের উদ্ধার করে রাঙ্গামাটি জেলা প্রশাসক বাংলোতে নিয়ে আসা হয়। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ এ সময় উপস্থিত থেকে উদ্ধার কাজে সহযোগিতা করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাৎক্ষনিক উদ্ধারে সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন রাঙ্গামাটি সদর হাসপাতালে নিহত ও আহতদের দেখতে ছুটে যান।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক বলেন, পর্যটকদের বোট ডুবির খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধারের ব্যবস্থা করি। দুর্ভাগ্য হচ্ছে ২ জন নারীর মৃত্যু হয়েছে। ৩ জন আহত অবস্থায় রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি আছে। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, সন্ধ্যার পর বোট চলাচল বন্ধ ঘোষণা করা হলেও চালকরা তা মনতে চাচ্ছে না। তাদের নিয়ে আমরা আবারো বাসবো।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা বলেন, আমরা হাসপাতালে ৫ জন এসেছে। এদের মধ্যে ২ জন নারী মারা গেছে। বাকী ৩ জনকে আমরা সেবা দিচ্ছি।