রাঙ্গামাটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার উদ্বোধন

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে দু’দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত বইমেলার প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সব মিলিয়ে ২১টি স্টল রয়েছে। এরমধ্যে দুইটি খাবারের স্টল আরেকটি হ্যান্ডি ক্রাফট।
বই মেলার পাশাপাশি একই স্থানে জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি প্রযোগিতা, জেলা স্কাউটের আয়োজনে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং বিকেল তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে দু’দিনব্যাপী জেলা শহরজুড়ে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী করা হচ্ছে।