পার্বত্য অঞ্চলের জনগনকে উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তি করেছে —- রেমলিয়ানা পাংখোয়া
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলের জনগনকে উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা গুলোতেও সরকারের উন্নয়ন কর্মকান্ড পৌছে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারের উন্নয়নের ছৌঁয়া পৌছে দিয়েছেন পাহাড়ের দুর্গম এলাকা গুলোতেও। পাহাড়ের প্রতিটি মানুষ আজ সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে।
রবিবার ১৯ ফেব্রুরারী রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় ব্যাচে ৫ দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করতে গিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এ কথা বলেন।
রাঙ্গামাটি শহরে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আরপিটিআিয়ের পরিচালক ওবায়দুর রহমান সরকারের সভাপতিত্বে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোগ্রামার মোঃ আতাউল করিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনিটরিং অফিসার সহকারী সচিব স্বপ্না রানী সোম, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনিটরিং অফিসার মোঃ সাবের আফজল বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে ২৮ জন অংশ নেন। আগামী ২৪ ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হবে।