রাঙ্গামাটিতে ভোরের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাঙ্গামাটি

স্বাধীনতার স্বপক্ষের পত্রিকা হিসাবে দেশের অগ্রযাত্রায় ভোরের কাগজ অগ্রনী ভূমিকা পালন করছে—-অংসুইপ্রু চৌধুরী

॥ নিজস্ব প্রতিবেদক ॥

স্বাধীনতার স্বপক্ষের পত্রিকা হিসাবে দেশের অগ্রযাত্রায় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মধ্যে ভোরের কাগজ অগ্রনী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, দৈনিক ভোরের কাগজ পার্বত্য অঞ্চলের মানুষের অভাব অভিযোগগুলো ফলাও ভাবে প্রচার করেছে। আশা করছি আগামীতেও পার্বত্য অঞ্চলের দূর্গম এলাকার মানুষের কথা তুলে ধরে এবং সরকারের উন্নয়ন কাজগুলো পত্রিকার মাধ্যমে বিশ^াবাসীকে জানাবে ভোরের কাগজ।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) দৈনিক ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩২ বছরে পদার্পণ উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোরের কাগজের কাগজ প্রতিবেদক নন্দন দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য আসমা বেগম, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রবীন সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে কেক কেটে ৩২ বছর পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।