বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‌্যালী

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সম্প্রচার মাধ্যম হিসেবে বেতারের গুরুত্ব তুলে ধরে বিশ্বের অন্যান্য স্থানে মতো আজ রাঙ্গামাটিতে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য “বেতার ও শান্তি”। একই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাঙ্গামাটি বেতার কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে রাঙ্গামাটি বেতার কেন্দ্র থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বেতার কেন্দ্র থেকে শুরু হয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়।

রাঙ্গামাটি বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এ.বি.এম মাহবুবুর রহমান, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মোঃ আবু সায়েদ র‌্যালীর নেতৃত্ব দেন।

এসময় উপ-আঞ্চলিক পরিচালক মোঃ সেলিম, সহকারী আঞ্চলিক পরিচালক মোঃ জাকারিয়া সিদ্দীকী, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি বার্তা বিভাগের প্রধান সহকারী বার্তা নিয়ন্ত্রক মাহবুব উদ্দিন, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ সহ অন্যান্য প্রতিনিধি ও বেতারের শিল্পী-কলাকৌশলিরা উপস্থিত ছিলেন।