নানিয়ারচরে ১৪টি পাওয়ার টিলার ও ৬ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ

খেলাধুলা রাঙ্গামাটি

সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের কাছে সার পৌঁছে দিচ্ছেন—-মোহাম্মদ মিজানুর রহমান

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষক বান্ধব। তাই দেশের হাজার হাজার কোটি টাকা ভুর্তুকি দিয়ে কৃষকদের কাছে সার পৌছে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা ও কৃষকদের ভুর্তুকি প্রদানের কারণে পার্বত্য অঞ্চলের ফলভান্ডারে পরিণত হয়েছে। পার্বত্য অঞ্চলে আম, কমলা, আনারস, ড্রাগন, কলা সহ বিভিন্ন ফলসহ নানান রকমের ফল পাহাড় সমৃদ্ধ হয়ে উঠছে। আগামী দিন গুলোতে বিভিন্ন মৌসুমী ফলের দিনে পাহাড় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ফল রপ্তানী করা হবে বলে জানান জেলা প্রশাসক।
গতকাল নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে কৃষক সমাবেশ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের পাওয়ার টিলার ও কৃষি ঋণ বিতরণ করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, কৃষি কর্মকর্তা মেসবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূয়েন খীসা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উপজেলা ফ্যাসিলেটর ঝিনু চাকমা, আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কৃষক বান্ধব। তিনি বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে কৃষকদের কাছে সার পৌঁছে দিচ্ছেন। এতে করে পার্বত্য চট্টগ্রাম কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। কমলা, আনারস, ড্রাগন ফলসহ নানান রকমের ফল রয়েছে পাহাড়ে। উন্নত মানের চাষাবাদ করে পাহাড়ে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ১৫ জন কৃষকের মাঝে ৬ লাখ ১৯ হাজার ৫শত টাকা স্বল্প সুদে কৃষিঋণ বিতরণ করেন জেলা প্রশাসক। কৃষি ঋণের পাশাপাশি উপজেলা কৃষি বিভাগের আওতায় ৩৬ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ ও ফলের চারা বিতরণ করেন তিনি।

কৃষক সমাবেশ ও কৃষি মেলা শেষে জাইকার অর্থায়নে ও উপজেলা পরিষদের সহযোগিতায় ১৪টি কৃষক সমিতির মাঝে ১৪টি পাওয়ার টিলার, ৪টি ঘাস কাটার মেশিন ও ৪টি পাওয়ার পাম্প মেশিন বিতরণ করা হয়।